ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২
যে কোনো মূল্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, সারা বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের নির্বাচনের দিকে। এই নির্বাচন যেনতেনভাবে অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। এটা একেবারেই পরিষ্কার—আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই।
শনিবার (১৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলরুমে “নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়।
নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাত বা উদ্দেশ্যমূলক পথে হাঁটবে না। আমাদের অঙ্গীকার—স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এই সাহস নির্বাচন কমিশনের আছে।
তিনি জানান, নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও নিরাপত্তা দেওয়া হবে। আমাদের নিরপেক্ষ ও সাহসী থাকতে হবে। আপনারা মাঠে কাজ করবেন, কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে থাকবে।
তিনি আরও জানান, সুনামগঞ্জের ৫০৯টি দুর্গম ভোটকেন্দ্রের জন্য আলাদা বাজেট বরাদ্দ করা হবে।
নির্বাচন কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ নির্বাচনকে কলঙ্কিত বা কলুষিত করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। যত প্রভাবশালীই হোক না কেন, কমিশন কোনো আপস করবে না। এবারের ধারণা হলো—আমাদের প্রিজাইডিং অফিসাররাই হচ্ছেন মাঠপর্যায়ের চিফ ইলেকশন কমিশনার, আমরা তাদের দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।
পরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা