ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ

২০২৫ অক্টোবর ১৭ ১৫:৪৪:২৬

এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার নতুন শ্রমিক সংগঠন চালু করেছে, নাম দেওয়া হয়েছে ‘জাতীয় শ্রমিক শক্তি’। সংগঠনটি শ্রমিকদের অধিকারের জন্য কাজ করবে বলে আশ্বাস দিয়েছে। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোরশেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন।

আজ (শুক্রবার) রাজধানীর বাংলামোটরের ইস্কাটন নেভি কলোনিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নতুন শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ করে। এই অনুষ্ঠানে ঐক্য, সংগ্রাম, মর্যাদা ও মুক্তির পতাকা হাতে শ্রমিকদের রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠার অঙ্গীকার ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে। বিগত ১৬ বছরে স্বৈরাচারী শাসনের সময় শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ন্যায্য মজুরি পাওয়ার জন্য ২০১১ সালের শুরুতে আন্দোলন করতে হয়, এবং পুলিশের গুলিতে শ্রমিকও নিহত হয়েছেন। সেই সময় শ্রমিকদের কোনো অধিকার ছিল না।”

নাহিদ আরও বলেন, “আজ কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে একটি কাগজে সই করে। সেই সময়ে জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান প্রকাশ করছে। আমরা জানি রাজপথের শক্তিই জয়ী হয়। ইনশাআল্লাহ, জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে।”

অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জাতীয় শ্রমিক শক্তি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে শ্রমিকদের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয়ভাবে এই বৈষম্য চালু রয়েছে।”

শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ মন্তব্য করেন, “গত কয়েক বছরে হাজারো শ্রমিকের মৃত্যু ঘটেছে। এই হত্যার জন্য দায়ীদের কার্যকর বিচার হয়নি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত