ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান আজ
.jpg)
নিজস্ব প্রতিবেদক: আজ, ১৭ অক্টোবর, অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এবং ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা নতুন সাজে সজ্জিত করা হয়েছে, যেখানে বিকেল ৪টায় অনুষ্ঠানের মূল অংশ আয়োজন হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর প্রতি দলের দুজন করে প্রতিনিধি সনদে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া রাখা হয়েছে। এ উপলক্ষে সংসদ এলাকায় সকল ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশেষ বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বলেন, দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে। তিনি জনগণকে আহ্বান জানান, যেখানেই থাকুন, ঘরে বা বাইরে, দোকান, কারখানা, মাঠ বা খেলাধুলার প্রাঙ্গণে, এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।
তিনি আরও বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক অভিন্ন জাতি। এটাই উদযাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময় এবং এই গর্ব ও আশা জাগানো ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা নেওয়ার সময়।
গত বছরের আগস্টে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। প্রথম ধাপে গঠিত ৬টি সংস্কার কমিশন সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ এদের প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালায়। প্রথম পর্বে ৩৩টি এবং দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্তে পৌঁছানো হয়।
গত ১৬ আগস্ট, কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠায়। তবে খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করা হয় এবং সঠিক খসড়া দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর ২০ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে মতামত প্রদানের সময়সীমা দেওয়া হয়। এর পরেও কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সংস্করণ তৈরি করে।
শেষ পর্যন্ত, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকল দলের কাছে জুলাই সনদের চূড়ান্ত কপি হস্তান্তর করা হয়, যা আজ ঐতিহাসিক স্বাক্ষরের মাধ্যমে বাস্তব রূপ পাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর