ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

রাকসু নির্বাচন: আংশিক ফলাফল ঘোষণা, কারা এগিয়ে?

২০২৫ অক্টোবর ১৭ ০০:৫০:৩৩

রাকসু নির্বাচন: আংশিক ফলাফল ঘোষণা, কারা এগিয়ে?

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে যে হলগুলোর ভোট গণনা শেষ হয়েছে, সেগুলোর ফলাফল প্রকাশ করা হচ্ছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, কয়েকটি হলে শিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের প্রার্থীরা শীর্ষ পদগুলোতে এগিয়ে রয়েছেন।

রোকেয়া হল:রোকেয়া হলে 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৭৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২১১ ভোট।জিএস পদে 'আধিপত্য বিরোধী ঐক্য' প্যানেলের সালাহউদ্দিন আম্মার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৩৭৭ ভোট।এজিএস পদে 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের এস এম সালমান সাব্বির ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ২৯৯ ভোট।

মন্নুজান হল:মন্নুজান হলে ভিপি পদে 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ ৯৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।জিএস পদে 'আধিপত্য বিরোধী ঐক্য' প্যানেলের সালাহউদ্দিন আম্মার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট।এজিএস পদে 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের এস এম সালমান সাব্বির ৫৫৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

তাপসী-রাবেয়া হল:তাপসী-রাবেয়া হলে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) ৪৭৩ ভোট এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ১৩৬ ভোট পেয়েছেন।জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী) ৪০৮ ভোট এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৫৪ ভোট পেয়েছেন।এজিএস পদে এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৪৫ ভোট এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ১৯৭ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রোকেয়া হলে ভিপি ও এজিএস পদে এবং মন্নুজান ও তাপসী-রাবেয়া হলে ভিপি ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। তবে জিএস পদে রোকেয়া, মন্নুজান ও তাপসী-রাবেয়া তিন হলেই 'আধিপত্য বিরোধী ঐক্য' প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার এগিয়ে রয়েছেন। অন্যান্য হলের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত