ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

চলছে রাকসু নির্বাচনের ভোট গণনা, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক

২০২৫ অক্টোবর ১৬ ২০:৫৭:৫০

চলছে রাকসু নির্বাচনের ভোট গণনা, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায়। ভোটগ্রহণের চার ঘণ্টা পর পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই গণনা শুরু হয়। এবারের নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ ভোটারের মধ্যে ২০ হাজার ১৮৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৬৯.৮৩ শতাংশ।

ভোট গণনার আগে প্রিসাইডিং ও শিক্ষক প্রতিনিধি এবং পোলিং এজেন্টের ব্যালট বক্স সিলগালা করে দেখানো হয়। এরপর সিলগালা খুলে ১০০ ব্যালটের পরীক্ষামূলক গণনা করে সেটি ম্যানুয়ালি হাতে মিলিয়ে দেখানো হয়। রাকসু নির্বাচনের টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. মামুনুর রশিদ খন্দকার জানিয়েছেন, ফলাফলে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য সব প্রার্থীর এজেন্টদের নিয়ে ওএমআর মেশিন পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষামূলক ভোট দিয়ে সেটি মেশিনে গণনা করে সবার সামনে প্রকাশ করা হয়েছে।

নির্বাচন পর্যবেক্ষণ টিমের সদস্যরা এই নির্বাচনকে "যুগান্তকারী ও অংশগ্রহণমূলক" বলে অভিহিত করেছেন। পর্যবেক্ষক টিমের সদস্য শফিকুল আলম জানান, দিনভর প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষণ করে কোনো অসঙ্গতি বা অভিযোগ পাওয়া যায়নি। পর্যবেক্ষক কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামও বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, ভোটারদের সঙ্গে কথা বলে বা কোনো প্রার্থীর কাছ থেকে ভোট কারচুপির কোনো অভিযোগ তারা পাননি।

তবে, অধ্যাপক রফিকুল ইসলাম ভোট ব্যবস্থাপনায় কিছু দুর্বলতার কথা উল্লেখ করেছেন, যার মধ্যে কয়েকটি হলের ভোটার সংখ্যা বেশি হওয়া এবং ব্যালট পেপার ও বাক্স স্বচ্ছ হওয়ার কারণে ব্যালটে কাকে ভোট দেওয়া হয়েছে তা দেখা যাওয়ার সমস্যা রয়েছে। তা সত্ত্বেও, তিনি জোর দিয়ে বলেছেন যে ভোট অংশগ্রহণমূলক হয়েছে।

এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ প্রার্থী, সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত