ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
এমপিও শিক্ষকদের বাড়িভাড়া নিয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাড়িভাড়া ভাতা বাড়ানোর উদ্যোগ অবশেষে বাস্তবায়নের পথে। শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে মূল বেতনের নির্দিষ্ট শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণের সুপারিশ করেছে। বর্তমান প্রস্তাবনায় ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিভিন্ন স্তরে এই হার নির্ধারণের প্রস্তাব তুলে ধরা হয়েছে, যা বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক–১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এই চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বলা হয়েছে, বাড়িভাড়া ভাতা এখন নির্দিষ্ট অঙ্কে না রেখে মূল বেতনের শতকরা হারে নির্ধারণ করা উচিত, যাতে তা ন্যায্য ও সময়োপযোগী হয়।
আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ
পূর্বে অর্থ বিভাগ এমপিওভুক্ত কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করেছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই পরিমাণ যথেষ্ট নয়। তারা মনে করে, বাজারে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ভাতা পুনর্বিবেচনা অপরিহার্য। চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, অর্থ বিভাগের ৩০ সেপ্টেম্বর জারিকৃত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ভাতা বেতনের শতকরা হারে নির্ধারণ করা উচিত।
সম্ভাব্য আর্থিক প্রভাব ও বিশ্লেষণ
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবে ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণের সম্ভাব্য আর্থিক প্রভাবের বিস্তারিত হিসাবও যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে সরকারের আর্থিক দায় বাড়বে বটে, তবে এটি শিক্ষক সমাজের জীবনের মানোন্নয়নে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
অর্থ মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক
এই প্রস্তাব পাওয়ার পর থেকেই অর্থ মন্ত্রণালয়ে শুরু হয়েছে ব্যস্ততা। সূত্র জানায়, অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার সভাপতিত্বে চলমান বৈঠকে যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। আলোচনায় প্রস্তাবের আর্থিক বাস্তবতা, বাজেটীয় প্রভাব এবং বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে।
শিক্ষক সমাজের প্রত্যাশা
দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখন এই প্রস্তাব বাস্তবায়নের আশায় দিন গুনছেন। তারা মনে করছেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নির্ধারিত হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং শিক্ষকতার পেশা আরও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর