ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ মোকাবেলা সম্ভব: ড. আলী রীয়াজ

২০২৫ অক্টোবর ১৫ ২০:৪২:১১

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ মোকাবেলা সম্ভব: ড. আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাভাবিকভাবে ভিন্নমত থাকতে পারে, কিন্তু ঐকমত্যের ভিত্তিতেই ফ্যাসিবাদ মোকাবেলা সম্ভব। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ধারা আমরা তৈরি করেছি, তা অব্যাহত থাকবে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

ড. আলী রীয়াজ বলেন, সব বাধা-বিপত্তি পেরিয়ে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে আগামী শুক্রবার জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করতে পারব। প্রত্যেক দলের প্রতিনিধিকে স্বল্প সময়ের মধ্যে স্বাক্ষর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কিছু বিভ্রান্তি ও তথ্যের কারণে রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকরা কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। জুলাই সনদ নিয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, আনন্দমুখর পরিবেশে সনদে স্বাক্ষর হবে।

ড. আলী রীয়াজ বলেন, সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশনামা তৈরি করেছে। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে নোট অব ডিসেন্টও থাকবে, যাতে দেখা যায় কোথায় দল একমত, কোথায় ভিন্নমত ও নোট অব ডিসেন্ট। এই তথ্য ভবিষ্যতে রাজনৈতিক দলিল হিসেবে ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন শুধুমাত্র অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর পরেও বিভিন্নভাবে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত