ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

যাত্রী চাহিদায় মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

২০২৫ অক্টোবর ১৫ ১৩:২১:০২

যাত্রী চাহিদায় মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকাবাসীর অন্যতম নির্ভরযোগ্য গণপরিবহন মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। যাত্রীসুবিধা বাড়াতে আগামী রোববার (২০ অক্টোবর) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। সকাল ও রাতে আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে ট্রেন চলাচলের সময়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হয়, যার ফলাফল পর্যালোচনা করে ১৫ অক্টোবরের বৈঠকে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সূচি অনুযায়ী, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়, যা আগে ছিল সকাল ৭টা ৩০ মিনিটে। রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে, আগের সময় ছিল রাত ৯টা ৪০ মিনিট। শুক্রবারেও পরিবর্তন আসছে আগে ট্রেন চলত বেলা ৩টা থেকে, এখন শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে, এবং চলবে আধা ঘণ্টা বেশি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “যাত্রীসেবার মান উন্নয়নে আমরা ধাপে ধাপে সময় ও ট্রিপ সংখ্যা বাড়াচ্ছি। রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় চালানো হবে। তবে বাড়তি ট্রিপের জন্য আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল চলবে।”

সূত্র জানায়, ১৫ নভেম্বরের মধ্যে নতুন ট্রিপ চালু হতে পারে। বর্তমানে এক ট্রিপ সম্পন্ন করতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট; বাড়তি ট্রিপ যুক্ত হলে প্রতি ঘণ্টায় আরও ট্রেন চালানো যাবে, ফলে যাত্রীচাপ কমবে।

এই সিদ্ধান্তে সন্তুষ্ট অনেক যাত্রী। তাদের ভাষায়, সকালে অফিস ধরতে বা রাতে ফেরার সময় ট্রেন মিসের ভয় কমে যাবে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মেট্রোরেল চলাচল করছে, যেখানে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। সময়নিষ্ঠতা ও আরামদায়ক যাত্রার কারণে এই পরিবহন রাজধানীবাসীর কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

ডিএমটিসিএল জানায়, সময়সূচি ও ট্রিপ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে নতুন স্টেশন চালুর পরিকল্পনাও রয়েছে। পর্যাপ্ত কোচ, চালক ও কারিগরি প্রস্তুতি নিশ্চিত করে ধাপে ধাপে সেবার পরিধি আরও বাড়ানো হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত