ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
মার্চ টু সচিবালয়: হাইকোর্টের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের পথে নেমেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের পূর্বঘোষিত ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনকারী 'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট'-এর নেতৃত্বে হাজারো শিক্ষক-কর্মচারী এই লংমার্চে অংশ নিচ্ছেন। অন্যদিকে, শিক্ষকদের আটকাতে শিক্ষা ভবন মোড়ের ঠিক আগে হাইকোর্ট মাজারগেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।
সচিবালয়মুখী পথ বন্ধ:
শিক্ষকদের এই কর্মসূচি ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে দোয়েল চত্বর যাওয়ার সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল সীমিত করার পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে। এর ফলে শিক্ষা ভবন এবং সচিবালয় সংলগ্ন এলাকায় বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
পিছিয়েছিল কর্মসূচির সময়:
আন্দোলনকারীদের এই লংমার্চটি আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এবং একটি বৈঠকে সিদ্ধান্ত আসার আশ্বাসে তা পিছিয়ে বিকেল ৪টায় শুরু করা হয়। শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের জানান, প্রশাসন দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও, প্রজ্ঞাপন ছাড়া আলোচনায় আর কোনো সুযোগ নেই।
শিক্ষকদের মূল দাবি:
সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ না ছাড়ার ঘোষণা দেন। আন্দোলনকারীদের মূল দাবিগুলো হলো:
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা (ন্যূনতম তিন হাজার টাকা)।২. শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা।৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
কর্মসূচি থেকে শিক্ষক নেতারা কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, দাবিকৃত ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। চলমান কর্মবিরতি এবং ঢাকা অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে