ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

জামায়াত পিআর-গণভোটের দাবিতে নির্বাচন পেছাতে চায়: রিজভী

২০২৫ অক্টোবর ১৪ ১৫:৫৬:৩৭

জামায়াত পিআর-গণভোটের দাবিতে নির্বাচন পেছাতে চায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক দল, বিশেষত জামায়াত, পিআর পদ্ধতি ও গণভোটের দাবি বা অন্য যেকোনো কিছুর বিনিময়ে জাতীয় নির্বাচন পেছাতে চাচ্ছে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে কোরআন অবমাননা এবং রাসুল পাক (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, কিছু তথাকথিত মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য মহানবী (সা.)–কে অবমাননা করে যাচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। জামায়াতের সিনিয়র নেতারা যে বিচারবহির্ভূত হত্যার বিষয়ে কিছু বলেন না, সেটিও দুঃখজনক। তারা পিআরের কথা বলেন, জামায়াতের হিন্দু শাখার কথা বলেন। ইসলাম উদার ধর্ম, ইসলাম ধর্মে কাউকে ঠকানো হয় না, ক্ষতি করা হয় না, হত্যা করতে বলা হয় না।

বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী দল জামায়াতকে মানবতাবিরোধী অপরাধ ও রাজনীতিতে ধর্ম ব্যবহার করার জন্য নিষিদ্ধ করার দাবি বিভিন্ন সময়ে ওঠেছে। তিনি আরও বলেন, কিছু দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। তাদের মধ্যে জামায়াত অন্যতম। তারা ধর্মকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এবং নানা সময়ে নানা ধরনের প্রলাপ বকছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ধর্মের পক্ষে কাজ করেছেন। তিনি বলেন, শেখ পরিবার ইসলামের পক্ষে নয়। শেখ মুজিবের নাতি জয়, পুতুল ও টিউলিপ কেউই ইসলামের পক্ষে নয়। শেখ হাসিনা ১৭ বছর ধরে জঙ্গিবাদের নাটক সাজিয়েছেন।

সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা কখনোই সফল হতে পারেনি এবং পারবেও না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা কোরআন অবমাননার মতো জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত, তারা দেশের শান্তিপ্রিয় মানুষেরও শত্রু।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমির হামজা একাই বিশ্ববিদ্যালয়ে পড়েননি, আমরা সবাই পড়েছি। নবী (সা.) সংবাদবাহক নন। এই ভণ্ড পাগল আলেমদের সঙ্গে সাধারণ জনগণ ও কোনো সভ্য আলেম থাকতে পারেন না।

অনুষ্ঠানে বক্তারা জামায়াতে ইসলামীর আদর্শকে ভণ্ড বলে আখ্যায়িত করে বলেন, তারা নিজে জান্নাতে যাবে কি না তা নিশ্চিত নয়, অথচ সবাইকে জান্নাতে নিতে চায়। ভুলের ওপর তাদের সব সময় থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার পরও তারা বিএনপিকে কটূক্তি করছে। আগামী নির্বাচনে দেশের জনগাই ঠিক করবে তারা কতটি আসন পাবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত