ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

যে পরিবর্তন আসতে পারে ঢাবির ভর্তি পরীক্ষায়

সরকার ফারাবী
সরকার ফারাবী

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১৩ ১৫:১৫:৫১

যে পরিবর্তন আসতে পারে ঢাবির ভর্তি পরীক্ষায়

ডুয়া ডেস্ক: মেডিকেল ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ঢাবির ভর্তি সূচির সঙ্গে মিলে যাওয়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় ভর্তি কমিটির বৈঠকে আলোচনায় বসবেন সংশ্লিষ্টরা। ভর্তি কমিটির একটি সূত্র জানিয়েছে, তারিখের সামঞ্জস্য আনতে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অন্য একটি ইউনিটের সঙ্গে অদলবদল করা হতে পারে।

জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে এই তারিখ চূড়ান্ত করা হয়।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ১৩ ডিসেম্বর। পরপর দুই দিন গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষায় অংশ নিতে হওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েন। বিষয়টি ভর্তি কমিটির নজরে আসায় তারিখ পরিবর্তনের চিন্তা চলছে।

সূত্র জানায়, আগের নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষাগুলোর সময়সীমা অপরিবর্তিত থাকবে। তবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অন্য ইউনিটের নির্ধারিত তারিখে স্থানান্তর করা হতে পারে। সেইসঙ্গে ওই ইউনিটের পরীক্ষা হতে পারে ১৩ ডিসেম্বর। আজকের ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সেখানে ২৮ নভেম্বর আইবিএ, ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়। তবে সর্বশেষ পরিস্থিতিতে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অন্য একটি ইউনিটের তারিখে নেওয়ার বিষয়ে ভাবছে ভর্তি কমিটি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহের পাশাপাশি কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে। অনেকেরই মত, পরীক্ষার সময়সূচি এমনভাবে সমন্বয় করা প্রয়োজন যাতে কোনো শিক্ষার্থী একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেওয়ার চাপে না পড়ে। ভর্তি কমিটির আজকের সিদ্ধান্ত তাই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত