ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

জকসু নির্বাচন নিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

২০২৫ অক্টোবর ১২ ০০:৫৫:৫৭

জকসু নির্বাচন নিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আগামী সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে জকসু নীতিমালা প্রণয়ন কমিটির দুজন প্রতিনিধি অংশ নেবেন বলে বিশ্ববিদ্যালয়ের জকসু সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জকসু নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, "আগামী সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নিয়ে বৈঠক হবে। এখানে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। জবি থেকে দুজন প্রতিনিধি থাকবেন।"

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এখানে কোনো কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন।

সম্প্রতি, গত মঙ্গলবার (৭ অক্টোবর) জবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর একটি রোডম্যাপ প্রকাশ করেছিল, যেখানে আইন পাস হওয়া সাপেক্ষে ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত