ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

'দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য'

২০২৫ অক্টোবর ১১ ২২:১৮:৪৩

'দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য'

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৎ ও দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এটিএম আজহারুল ইসলাম। তিনি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশজুড়ে সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে সৎ নেতৃত্বের বিকল্প নেই।”

যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের দারিদ্র্য দ্রুততম সময়ে দূর করা সম্ভব। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে একটি শোষণমুক্ত রাষ্ট্র গড়ে তুলবে।”

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রুস্তম আলী। বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আব্দুল মাবুদ ও যুব বিভাগের সভাপতি মাসুদার রহমান রানা প্রমুখ।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত