ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
বিশ্বমঞ্চে যাত্রা শুরু করছে বাকৃবির ভেটেরিনারি ৫০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম শুক্রবার (১০ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে। এবারের ব্যাচের ১৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জনকে বিশ্বের ৬টি দেশে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে।
এই সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন থাইল্যান্ডে ৩৩ জন, মালয়েশিয়ায় ১০ জন, জাপানে ২ জন, ইন্দোনেশিয়ায় ৩ জন, জার্মানিতে ১ জন এবং নেপালে ১ জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১২টি কেন্দ্রে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত দত্ত গুপ্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।
মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে. এইচ. এম. নাজমুল হুসাইন নাজির ইন্টার্নশিপের পুরো রোডম্যাপ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।
ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদেশে যাওয়া ৫০ জন শিক্ষার্থীর সংখ্যা আগামী বছর ১০০ পর্যন্ত পৌঁছাবে আশা রাখি। সততা, আন্তরিকতা, কঠোর পরিশ্রম এবং সময়মতো উপস্থিতি শিক্ষার্থীদের প্রকৃত পরিচয়। প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে এবং লগবুক আন্তরিকতার সঙ্গে পূরণ করতে হবে। বিশ্ববিদ্যালয় ও দেশের মর্যাদা রক্ষায় ভদ্র, যত্নশীল ও পরিশ্রমী থাকতে হবে। বিদেশে বা দেশে, এমন আচরণ করুন যাতে সবাই শ্রদ্ধা করে।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া শিক্ষার্থীদের প্রতি বলেন, তোমরা যখন দেশের বাইরে যাচ্ছ, তখন তোমরাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে পরিচিত হবে। বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা করতেই এমন আচরণ করা জরুরি। পাঠ্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপে সরকারি খামার, বেসরকারি প্রতিষ্ঠান ও গ্রামে গিয়ে বাস্তব অভিজ্ঞতা নেওয়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন