ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

৪৯তম বিসিএস: পিএসসির জরুরি নির্দেশনা

২০২৫ অক্টোবর ১০ ০০:১৯:৩২

৪৯তম বিসিএস: পিএসসির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাগুলো হল:

সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে; এরপর কোনো প্রবেশাধিকার থাকবে না।

উত্তরপত্রে চারটি সেট থাকবে (সেট ১, ২, ৩ ও ৪)।

পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা) কক্ষ ত্যাগ করা যাবে না।

পরীক্ষাকেন্দ্রে বই, সব ধরনের ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে; কানে কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পিএসসির অনুমোদন নিতে হবে।

পরীক্ষার হল পরিবর্তনের কোনো আবেদন বিবেচনা করা হবে না।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পিএসসি কর্তৃক মনোনীত শ্রুতিলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীরা প্রতি ঘণ্টায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

২০০টি এমসিকিউ প্রশ্নে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার পূর্ণ সময় ২ ঘণ্টা।

উল্লেখ্য, ৪৯তম বিশেষ বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজার চাকরিপ্রার্থী। এর মাধ্যমে সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত