ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

রাজনীতি পুরুষের শেষ বলয়, ভাঙতে হবে: মহিলা বিষয়ক উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০৯ ২০:২৭:৪৫

রাজনীতি পুরুষের শেষ বলয়, ভাঙতে হবে: মহিলা বিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ৪৩ শতাংশ নারী সদস্য থাকাটা ইতিবাচক খবর বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ। তবে তিনি মনে করেন, জামায়াতসহ সব রাজনৈতিক দলে নারীদের আরও দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবি’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী প্রতিনিধিরা অংশ নেন।

শারমিন মুরশিদ বলেন, জামায়াতে ৪৩ শতাংশ নারী থাকা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু আমরা তাদের দেখতে পাই না। দলীয় সর্বোচ্চ ফোরামের বৈঠকেও নারীদের উপস্থিতি নেই। আমরা চাই, আগামীতে তারা সরাসরি সব জায়গায় নেতৃত্বের আসনে থাকুক।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবর্তনের পরও নারীরা এখনও যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। রাজনৈতিক দলগুলো নারীদের ৫ বা ১০ শতাংশ আসনের ভিত্তিতে সীমিত করছে—এটি পরিবর্তন করতে হবে। আগামী নির্বাচনে অন্তত ১০ জন নারীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে হবে।

নারীর রাজনৈতিক অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, রাজনীতি এখনো পুরুষ ও পিতৃতান্ত্রিক বলয়ের মধ্যে সীমাবদ্ধ। এটি ভাঙতেই হবে। কম্বোডিয়ার মতো দেশে নারীর অধিকার সাংবিধানিকভাবে শক্তিশালী—আমাদেরও সে পথে যেতে হবে।

তিনি আরও প্রস্তাব করেন, নারীদের প্রচারণার জন্য জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করা যেতে পারে। কারণ বেসরকারি খাত থেকে অর্থ নিলে তা অনেক সময় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আগামী নির্বাচনে নারীদের ভোটের খরচ রাষ্ট্র বহন করতে পারে। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ইতিবাচক, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত