ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

চাঁদপুরে অনলাইন ইলিশ বিক্রেতা হলেন ৭ উদ্যোক্তা      

২০২৫ অক্টোবর ০৯ ২০:০৮:৪২








চাঁদপুরে অনলাইন ইলিশ বিক্রেতা হলেন ৭ উদ্যোক্তা




 
 



 

নিজস্ব প্রতিনিধি :চাঁদপুরে রূপালি ইলিশের অনলাইন বিক্রিতে প্রতারণা রোধে এবার ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। জেলা প্রশাসন দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর প্রকৃত অনলাইন মাছ ব্যবসায়ীদের তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আনুষ্ঠানিকভাবে নিবন্ধনপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ এবং প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে অনলাইনে ইলিশ বিক্রির নামে অনেক ক্রেতা প্রতারণার শিকার হচ্ছেন। এই সমস্যার প্রতিকারে প্রকৃত অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। এতে ক্রেতারা নিরাপদে ইলিশ কিনতে পারবেন এবং প্রতারক থেকে রক্ষা পাবেন। পুলিশ সুপারও বলেন, আগাম টাকা দিয়ে প্রতারণার শিকার হওয়া লোকদের মধ্যে অনেককে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ইতিমধ্যেই ধরে ফেলেছে। নতুন নিয়ম চালু হলে এ ধরনের প্রতারণা কমবে।

অনলাইন ব্যবসায়ীরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, অসাধু লোকজন মাছ না দিয়ে টাকা হাতিয়ে নেওয়ায় প্রকৃত ব্যবসায়ীদের খারাপ স্বীকৃতি পাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান জানান, মোট ৪২ জন আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই করে সাতজনকে তালিকাভুক্ত করা হয়েছে। এই সাতজনকে অনলাইনে ইলিশসহ অন্যান্য মাছ বিক্রির জন্য নিবন্ধন প্রদান করা হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত