ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডুয়া নিউজ: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে দারুণভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
শনিবার (১৮ জানুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে মাত্র ৫৩ রানের লক্ষ্য দেয় নেপাল। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
যদিও সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ১১ রানে ৩ উইকেট হারায় তারা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরেন সুবর্ণা (৪), এরপর ১ রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে জুয়াইরিয়া ফেরদৌসও (২) ব্যর্থ হয়ে ফিরে যান।
চারে ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তার, সাদিয়া ইসলামকে নিয়ে কিছু রান তুলতে থাকেন, তবে ইনিংস বড় করতে পারেননি তারা। ১৬ রান করে সাদিয়া আউট হলে ১২ রান করে তার দেখানো পথে হাঁটেন অধিনায়ক সুমাইয়াও।
এরপর জান্নাতুল মাওয়া ৫ রান এবং আফিয়া আশিমা ইরা ৯ রান করে অপরাজিত থেকে বাংলাদেশকে ৪০ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় এনে দেন।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে নেপাল। ৬ বলে ১ রান করে তৃতীয় ওভারে সাজঘরে ফিরেন ওপেনার সাবিত্রী ধমি। ১৮ বলে মাত্র ২ রান করে তাকে সঙ্গ দেন পূজা মাহাতো। এরপর একে একে আউট হন সনি পাখরিন (০), কিরণ কুনওয়ার (১)।
তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান সানা পারভেন, ৩২ বলে ১৯ রান করে বোল্ড হন তিনি। এরপর আলিশা যাদব (৪), সীমানা কেসি (১০) এবং অনু কাদায়ত শূন্য রানে আউট হলে দলীয় ৪২ রানে ৮ উইকেট হারায় নেপাল।
শেষে তিরসানা বিকে ৩ রানে এবং রিয়া শর্মা ৫ রানে আউট হলে ৫২ রানে অলআউট হয়ে যায় নেপাল।
বাংলাদেশের বোলারদের মধ্যে জান্নাতুল মাওয়া দুটি উইকেট নেন। এছাড়া নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোবা একে একে একটি করে উইকেট শিকার করেন। বাকি ৫ জন রান আউট হয়ে ফিরে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর