ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
জনগণই নির্বাচনের মূল ফ্যাক্টর: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন যে, জনগণের নির্বাচনমুখী মনোভাব থাকলে কেউ নির্বাচন আটকাতে পারবে না।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ডিএমপি হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনগণ। তারাই সবচেয়ে বড় ফ্যাক্টর। ইতোমধ্যে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে নির্বাচনের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং জনগণ নির্বাচনমুখী।"
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ চলছে। সকলের প্রচেষ্টা থাকবে যেন নির্বাচন অবাধ, নিরাপদ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অপরাধ ও পুলিশের ওপর হামলার ঘটনা কমে আসছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যে, জনগণ আগের চেয়ে সচেতন হচ্ছে এবং তারাই অপরাধ দমনে এগিয়ে আসছে। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় পুলিশের যানবাহনের সংখ্যা কম ছিল, বিশেষ করে গত বছরের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন ঘটনায় পুলিশের ৫২৬টি সরকারি যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়। এই সমস্যা দূরীকরণে পুলিশের জন্য মোট ৪১৮টি নতুন যানবাহন কেনা হয়েছে, যার মধ্যে ২০০টি ডাবল কেবিন পিকআপ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন এসব যানবাহনের মাধ্যমে পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে সক্ষম হবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ডিএমপির অতিরিক্ত কমিশনাররা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম