ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

প্রতিবেশী দেশ একটি দলের পক্ষ নিয়েছে: শামসুজ্জামান দুদু

২০২৫ অক্টোবর ০৮ ১৪:৪৪:২৮

প্রতিবেশী দেশ একটি দলের পক্ষ নিয়েছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সরাসরি সহযোগিতা করেছে। তিনি বলেন, দেশের তিনটি নির্বাচনের পরও ওই দেশ তা সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। “এ প্রমাণ করে, তারা জনগণের পক্ষে নয়, বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে,”।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত ‘২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি’ আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

দুদু বলেন, বিএনপি ক্ষমতায় এলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই শহীদ ও আহত পরিবারের জন্য নিজ ফান্ড থেকে সহায়তা প্রদান শুরু করেছেন এবং সরকার গঠনের পর এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, “বিএনপি এখন ক্ষমতায় নেই, সরকারে নেই, এমপি নেই তাহলে ব্যর্থতার দায় বিএনপির উপর চাপানো অনুচিত। দেশে যা কিছু ঘটছে, তার জন্য দায়ী সরকারকে দেখভাল করতে হবে।”

বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকার প্রসঙ্গে দুদু বলেন, সাক্ষাৎকারটি অত্যন্ত গঠনমূলক ও হৃদয়স্পর্শী। এতে দেশের সমস্যাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

ছাত্রদলের সাবেক সভাপতির বক্তব্য, খুনি সরকারকে বিদায় দেওয়া হলেও কাজ এখানেই শেষ নয়। “এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের ক্ষেত্রে আপস করার কোনো সুযোগ নেই।”

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত