ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
একক নয়, ফুটবল দলগত খেলা: হামজা

স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলনের ফাঁকে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী নিজের অভিমত ব্যক্ত করেন। তিনি জানান, নিজের ওপর প্রত্যাশা থাকলেও এককভাবে নয়, দলগত খেলাই সাফল্যের চাবিকাঠি।
হামজা বলেন, হংকং ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে। কোচ সব বড় সিদ্ধান্ত নেন। কিছু বিষয়ে তিনি আমার সঙ্গে পরামর্শ নেন, সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল সপ্তাহখানেক ধরে কঠোর পরিশ্রম করছে। ইনশাআল্লাহ, পরিকল্পনা ঠিক আছে।
সিঙ্গাপুর ম্যাচের ফল নিয়ে হতাশা থাকলেও হামজা ইতিবাচক। তিনি বলেন, সিঙ্গাপুর ম্যাচে আমরা বড় মুহূর্তে নিজেদের হতাশ করেছি। দুই গোল হজম করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম হতো না। এছাড়া আমরা একটি পেনাল্টি পেতাম। তবে ফুটবল এমনই, সবকিছু আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না। কোচ এবং দল একসঙ্গে ভালো কাজ করছে। হংকং ম্যাচ এক অন্যরকম চ্যালেঞ্জ, কিন্তু আমরা জিতবো।
হামজা দলের ওপর পূর্ণ আস্থা রেখেছেন। ফুটবল খেলায় চ্যালেঞ্জ নিতে হবে। ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট ছিল। শমিত আজ অনুশীলনে আসবে। আমাদের স্কোয়াড শক্তিশালী।
কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সম্পর্ক নিয়ে হামজা বলেন, সম্পর্ক খুব ভালো। কোচের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস। তিনি একজন বুদ্ধিমান মানুষ। দল তরুণ এবং নতুন, তাই সবকিছু একসঙ্গে গাঁথা সহজ নয়।
মাঠে সব জায়গায় অবদান রাখতে চান হামজা। মিডফিল্ডারের সংজ্ঞা হলো আক্রমণ ও রক্ষণ—দুটোই করতে হবে। ইনশাআল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি রোমাঞ্চিত এবং উপভোগ করছি।
হামজার স্ত্রী ও সন্তানরা বাংলাদেশে এসে ইতিবাচক অভিজ্ঞতা পেয়েছে। নিজের খেলাকে কেন্দ্র করে কোনো ভাবনা নেই তিনি। হামজা বলেন, ফুটবল হলো দলগত খেলা। মেসি যদি বাংলাদেশের হয়ে খেলতেও, আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট তৈরি করা চ্যালেঞ্জ হতো। এটি কখনও একজনের খেলা নয়।
তিনি আরও যোগ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেভাবে একটি জাতি হিসেবে আছি, সেভাবেই ঐক্যবদ্ধ থাকা। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে থাকলে একটি দেশ হিসেবে সফল হব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা