ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

বেসরকারি টিভিতে নতুন চমক, অনুমোদন পেল নেক্সট ও লাইভ টিভি

২০২৫ অক্টোবর ০৭ ১৫:২৮:৪২

বেসরকারি টিভিতে নতুন চমক, অনুমোদন পেল নেক্সট ও লাইভ টিভি

নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যুগের মতোই বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন লাইসেন্স প্রদানের প্রক্রিয়া অনুসরণ করে নতুন দুটি টিভি চ্যানেল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনুমোদনপ্রাপ্ত চ্যানেলগুলো হল ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ জুন নেক্সট টিভির অনুমোদন দেওয়া হয়। এটি পরিচালিত হবে ৩৬ মিডিয়া লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠানের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

নেক্সট টিভির পরিচালনা পর্ষদে রয়েছেন বগুড়ার বিএনপির সাবেক সংসদ সদস্য এ কে এম হাফিজুর রহমানের ছেলে এ কে এম গোলাম হাসনাইন। তিনি বর্তমানে সৌদি প্রবাসী এবং সৌদি আরব (পূর্বাঞ্চল) বিএনপির সভাপতি।

অন্যদিকে, লাইভ টিভি অনুমোদন পেয়েছে ১৪ জুলাই। এই চ্যানেলের মালিক আরিফুর রহমান, যিনি মিনার্ভা মিডিয়া লিমিটেড এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। প্রতিষ্ঠানটির ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১। উল্লেখযোগ্য, এই আরিফুর রহমান জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে তিনি এনসিপিতে যোগ দেননি।

বর্তমানে দেশে ৫০টি অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। এর মধ্যে ৩৬টি চ্যানেল পূর্ণ সম্প্রচারে রয়েছে। বাকিগুলো সম্প্রচারের অপেক্ষায় আছে। এছাড়া অনুমোদিত ১৫টি আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে। নতুন টিভি চ্যানেলের জন্য আরও কিছু আবেদন বিবেচনার অপেক্ষায় রয়েছে।

টিভি লাইসেন্স প্রক্রিয়া সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে যে কোনো নাগরিক আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার সময় প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র, আর্টিকেল অব মেমোরেন্ডাম, সার্টিফিকেট অব ইনকরপোরেশন, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাব এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, যা চ্যানেল পরিচালনার সক্ষমতা নিশ্চিত করে।।

আবেদন জমা হওয়ার পর তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করা হয়। এরপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘ফ্রিকোয়েন্সি ক্লিয়ারেন্স’ নিতে হয়। মূলত সরকারের সংশ্লিষ্ট মহলের অনুমোদন বা ‘সবুজ সংকেত’ পাওয়া গেলে চ্যানেলের সম্প্রচার শুরু করা যায়।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত