ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম রুটে মারাত্মক শিডিউল বিপর্যয়

২০২৫ অক্টোবর ০৭ ১৪:৫০:৫৩

ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রাম রুটে মারাত্মক শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক: সকালের ব্যস্ত সময়ে সিলেট রেলপথে দুর্ঘটনা ঘটায় ট্রেন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। মোগলাবাজার স্টেশনে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেট রুটের ট্রেনগুলোর শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের নির্ধারিত সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে। বগি লাইনচ্যুত হওয়ার পর রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা টানা উদ্ধার তৎপরতার পর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকাগামী কালনী এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছেড়ে গেলেও জয়ন্তিকা এক্সপ্রেস সোয়া ঘণ্টা দেরিতে সিলেট ত্যাগ করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের তিনটি বগি বাদে বাকিগুলো সিলেট স্টেশনে আনা হয়েছে। পরে অতিরিক্ত তিনটি বগি সংযোজন করে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ২টার দিকে সিলেট থেকে ছাড়ার কথা রয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত