ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
দিয়ালোর হ্যাটট্রিক উচ্ছ্বাসে ভাসালো ম্যানচেস্টারকে
ডুয়া ডেস্ক : সাউথ্যাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন আমাদ দিয়ালো। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইউনাইটেড। আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল তারা। এরপর শেষ দিকে ১২ মিনিটে তিন গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে উচ্ছ্বাসে ভাসান দিয়ালো।
এদিন ২০তম মিনিটে এগিয়ে যাওয়ার নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। রাসমুস হয়লুনের পাস বক্সে দারুণ পজিশনে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন গার্নাচো। তার ওই মিস দেখে ডাগআউটে মাথায় হাত উঠে যায় আমুরির।
সাত মিনিট পর উল্টো এগিয়ে যেতে পারতো সাউথ্যাম্পটন; তবে আন্দ্রে ওনানা ডাবল সেভে তা হতে দেননি। তরুণ মিডফিল্ডার টাইলার ডিবলিংয়ে শট ঝাঁপিয়ে আটকানোর পর, ফিরতি বলে মাথেউস ফের্নান্দেসের শটও অসাধারণ ক্ষীপ্রতায় রুখে দেন ক্যামেরুনের গোলরক্ষক।
দুর্ভাগ্যবশত ৪৩তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেনি স্বাগতিকরা। কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে ইউনাইটেডের মিডফিল্ডার মানুয়েল উগার্তের পিঠে লেগে জালে জড়ায়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ভালো কিছু সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু আরেকটি হার চোখ রাঙাচ্ছিল। তারপরই দিয়ালোর আবির্ভাব। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে সমতা ফেরানো গোলে কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল।
তবে ৯০তম মিনিটে চমৎকার গোল করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড। ক্রিস্টিয়ান এরিকসেনের তৈরি করে দেওয়া বলে জাল কাঁপান তিনি। তারপর ইউনাইটেডের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিকের দেখা পান দিয়ালো।
ম্যানইউর হয়ে ২২ বছর বয়সীর চেয়ে কম বয়সে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন শুধু ওয়েন রুনি (২১)। তৃতীয় খেলোয়াড় হিসেবে লিগে শেষ ১০ মিনিটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন দিয়ালো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ