ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
দিয়ালোর হ্যাটট্রিক উচ্ছ্বাসে ভাসালো ম্যানচেস্টারকে
ডুয়া ডেস্ক : সাউথ্যাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন আমাদ দিয়ালো। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ইউনাইটেড। আত্মঘাতী গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল তারা। এরপর শেষ দিকে ১২ মিনিটে তিন গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে উচ্ছ্বাসে ভাসান দিয়ালো।
এদিন ২০তম মিনিটে এগিয়ে যাওয়ার নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। রাসমুস হয়লুনের পাস বক্সে দারুণ পজিশনে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন গার্নাচো। তার ওই মিস দেখে ডাগআউটে মাথায় হাত উঠে যায় আমুরির।
সাত মিনিট পর উল্টো এগিয়ে যেতে পারতো সাউথ্যাম্পটন; তবে আন্দ্রে ওনানা ডাবল সেভে তা হতে দেননি। তরুণ মিডফিল্ডার টাইলার ডিবলিংয়ে শট ঝাঁপিয়ে আটকানোর পর, ফিরতি বলে মাথেউস ফের্নান্দেসের শটও অসাধারণ ক্ষীপ্রতায় রুখে দেন ক্যামেরুনের গোলরক্ষক।
দুর্ভাগ্যবশত ৪৩তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেনি স্বাগতিকরা। কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে ইউনাইটেডের মিডফিল্ডার মানুয়েল উগার্তের পিঠে লেগে জালে জড়ায়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ভালো কিছু সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু আরেকটি হার চোখ রাঙাচ্ছিল। তারপরই দিয়ালোর আবির্ভাব। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে সমতা ফেরানো গোলে কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল।
তবে ৯০তম মিনিটে চমৎকার গোল করেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড। ক্রিস্টিয়ান এরিকসেনের তৈরি করে দেওয়া বলে জাল কাঁপান তিনি। তারপর ইউনাইটেডের জার্সিতে প্রথমবার হ্যাটট্রিকের দেখা পান দিয়ালো।
ম্যানইউর হয়ে ২২ বছর বয়সীর চেয়ে কম বয়সে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন শুধু ওয়েন রুনি (২১)। তৃতীয় খেলোয়াড় হিসেবে লিগে শেষ ১০ মিনিটে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন দিয়ালো। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশের ম্যাচ আজ: যেভাবে দেখবেন সরাসরি
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল-দেখুন সরাসরি
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন