ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

জুবিন গার্গ মৃ'ত্যু রহস্যে নতুন মোড়

২০২৫ অক্টোবর ০৪ ১৩:৪৫:১০

জুবিন গার্গ মৃ'ত্যু রহস্যে নতুন মোড়

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। ব্যান্ডের সদস্য ও মূল সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, জুবিনকে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ তুলেছেন, এ হত্যাকাণ্ডে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্ত জড়িত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রিমান্ড নোটে গোস্বামী উল্লেখ করেছেন—এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। হত্যাকে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখানোর জন্যই সিঙ্গাপুরের নিরিবিলি একটি স্থান, বিশেষ করে প্যান প্যাসিফিক হোটেল বেছে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ভারতের সঙ্গে সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং ভারত-আসিয়ান পর্যটনবর্ষ উদ্‌যাপন উপলক্ষে সিঙ্গাপুর সফরে যান ৫২ বছর বয়সী জুবিন গার্গ। ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ময়নাতদন্তে জানানো হয়।

তবে রিমান্ড মেমোতে গোস্বামী দাবি করেছেন, জুবিন ছিলেন দক্ষ সাঁতারু, ফলে তার স্বাভাবিকভাবে ডুবে যাওয়ার প্রশ্নই আসে না। তিনি আরও জানান, জুবিনের মুখ-নাক দিয়ে ফেনা বের হওয়ার সময় ম্যানেজার শর্মা চিৎকার করে বলেছিলেন, ‘যাব দে, যাব দে’, অথচ কোনো চিকিৎসা সহায়তা নেননি। এমনকি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন শর্মা।

নিউজ১৮-এর তথ্য অনুযায়ী, জুবিনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন—ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট ম্যানেজার শ্যামকানু মহন্ত, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং আরেকজন সহশিল্পী।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত