ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

‘গণভবন কখনোই প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না’

২০২৫ অক্টোবর ০৩ ২২:১৮:১৮

‘গণভবন কখনোই প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না’

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, গণভবন কখনো সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না। তিনি বলেন, গণভবন মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে নির্মিত হয়েছিল, পরে এটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “কয়েক দিন ধরে অনেকেই প্রশ্ন করছেন, গণভবনকে কেন জাদুঘর বানানো হবে। তবে প্রথমেই বলতে হবে, গণভবন কখনোই সরকারিভাবে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না। ইতিহাসে চোখ রাখলেই দেখা যায়, বহু গুরুত্বপূর্ণ স্থানের পরে জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প এখন জাদুঘর, হিরোশিমায় পারমাণবিক বোমার স্থান শান্তি পার্ক এবং জাদুঘর হিসেবে সংরক্ষিত।”

তিনি আরও উল্লেখ করেছেন, ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহৃত কু চি টানেল নেটওয়ার্ক এখন যুদ্ধ জাদুঘর। মার্কিন যুক্তরাষ্ট্রের গেটিসবার্গ ব্যাটেলফিল্ড গৃহযুদ্ধের গুরুত্বপূর্ণ স্থান এবং এটি এখন জাতীয় সামরিক উদ্যানের অংশ। দক্ষিণ আফ্রিকার রোবেন আইল্যান্ড, যেখানে নেলসন ম্যান্ডেলাকে বন্দি করা হয়েছিল, বর্তমানে জাদুঘর। প্যারিসের বাস্তিল দুর্গও ফরাসি বিপ্লবের জাদুঘর হিসেবে সংরক্ষিত।

মজুমদার আরও উল্লেখ করেছেন, ভারতেও ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার স্থান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর হিসেবে সংরক্ষিত। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানা ফ্রাঙ্কের লুকানো স্থানও এখন জাদুঘর। গণভবন জাদুঘর হবে তাদের জন্য সমস্যার বিষয়, যারা জুলাই হত্যাযজ্ঞকে মামুলি মনে করে এবং আশায় থাকে হত্যাকারীরা ফিরে আসবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত