ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

জাতীয় নির্বাচন: বিশেষ সংলাপের আয়োজন করছে ইসি    

২০২৫ অক্টোবর ০২ ১৬:২৬:৪৮








জাতীয় নির্বাচন: বিশেষ সংলাপের আয়োজন করছে ইসি




 




 

নিজস্ব প্রতিবেদক :জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে৭ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) বিশেষ সংলাপের আয়োজন করতে যাচ্ছে।

ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বৃহস্পতিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি জানিয়েছে, ওইদিন সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে কমিশন। এই বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত সংগ্রহ করা হবে।

একই দিনে বিকেলে নারী নেত্রীদের সঙ্গে আলাপচারিতার আয়োজন করা হয়েছে। এই বৈঠকে মোট ৪০ জনের মতামত ও পরামর্শ নেওয়া হবে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণমূলকতার জন্য সহায়ক হবে। এর আগে ২৮ সেপ্টেম্বর ভোট সংলাপ শুরু হয়, যেখানে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

ইসি জানিয়েছে, আগামী ৬ অক্টোবর গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও আয়োজন করা হবে।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত কমিশন বাস্তবায়ন করবে, যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত