ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

মার্চে পে-স্কেল পরিবর্তন, বেতন বাড়বে অনুপাতেই

২০২৫ অক্টোবর ০১ ২০:১৫:১০

মার্চে পে-স্কেল পরিবর্তন, বেতন বাড়বে অনুপাতেই

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে গেজেটের মাধ্যমে কার্যকর করা হবে। তিনি বলেন, এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না এবং চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতের তহবিল বরাদ্দ রাখা হবে।

অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন বলেন, ‘আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধনের সময় এটি অন্তর্ভুক্ত করা হবে।’

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সম্প্রতি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে তারা সরকারের কাছে সুপারিশ জমা দেবেন।

জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করার নির্দেশনা পেয়েছে। কমিশন বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার ব্যাপারে পর্যালোচনা করে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেবে।

কমিশনের একজন সদস্য জানান, নতুন পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তারা বর্তমানে বিদ্যমান সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১ থেকে ৮:১-এর মধ্যে রাখার সুপারিশ করবে। এছাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতা বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। বর্তমানে মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পাওয়া যায়, যা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্যও অতিরিক্ত সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত