ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

২১ প্রার্থীর নিয়োগ স্থগিত : ৪৮তম বিশেষ বিসিএসে নতুন সঙ্কট

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৯:২৩:৪৩

২১ প্রার্থীর নিয়োগ স্থগিত : ৪৮তম বিশেষ বিসিএসে নতুন সঙ্কট

নিজস্ব প্রতিবেদক :সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে নতুন এক ঘটনার তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি পিএসসি ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে, যাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং ২ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিষয়ে তদন্ত বা অন্যান্য যাচাই-বাছাইয়ের কারণে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এমবিবিএস ডিগ্রি না থাকার কারণে দুই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

১১ সেপ্টেম্বর পিএসসি ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করে, যেখানে মোট ৩১২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই স্থগিত ও বাতিল ঘোষণার ফলে নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ব্যাঘাত ঘটেছে।

সরকারি কর্ম কমিশনের পরীক্ষানিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এই সিদ্ধান্ত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে নেয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পিএসসি থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রদান করা হতে পারে।

প্রসঙ্গত, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ নিয়ে আগেও নানা জটিলতা দেখা গেছে। এবার আবার প্রার্থীদের বিষয়ে এমন ঘোষণা প্রকাশ হওয়ায় নিয়োগপ্রাপ্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সরকার ও পিএসসি কর্তৃপক্ষ আশা করছে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা যাবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত