ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০১:৪৪:৪৭

সপরিবারে ওমরাহ পালনে যাচ্ছেন তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ অক্টোবর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। ওমরাহ পালন শেষে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ বিএনপির একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তারেক রহমান তার স্ত্রী ড. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। ওমরাহ শেষে লন্ডনে ফিরে সবকিছু ঠিক থাকলে তিনি নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও, পরিবারের সদস্যদের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন, সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।

বিএনপি সূত্র আরও জানায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। সেসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত