ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার জন্মদিনে কেক কেটে খাওয়ানো হলো কুকুরকে

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৮:১০:২৪

হাসিনার জন্মদিনে কেক কেটে খাওয়ানো হলো কুকুরকে

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পরে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে কেক কেটে কুকুরকে খাইয়ে উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে এ অভিনব কর্মসূচি পালন করে 'দ্য রেড জুলাই।'

এ সময় তারা শুভ শুভ শুভদিন, খুনী হাসিনার জন্মদিন, খুনী হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দেন।

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুহাজারেরও অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছিল শেখ হাসিনা। বিগত ১৭ বছরের অপশাসনের মাধ্যমে এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। এজন্য কুকুরকে কেক খাইয়ে তার জন্মদিন উদযাপনের মাধ্যমে মূলত প্রতিকীভাবে তার অপশাসনকে ব্যঙ্গ করে করা হয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত