ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে যোগ দিলেন যেসব মন্ত্রী ও এমপি

ডুয়া নিউজ: যুক্তরাজ্যের লন্ডনে নেতাদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশে অংশগ্রহণ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগের বিগত সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন, যাদের মধ্যে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবও উপস্থিত ছিলেন।
যাদের সমাবেশে উপস্থিত দেখা গেছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সমাবেশে তাদের প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল। রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেসন ভেন্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার এই ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুর রহমান ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
অন্যদিকে, কবির বিন আনোয়ার জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি গত বছরের জানুয়ারিতে মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন এবং ৫ জানুয়ারি আওয়ালী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
উল্লেখ্য, সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান এবং অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে উল্লিখিত চারজন গতকাল লন্ডনে দেখা গেল। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর কবির বিন আনোয়ার এবং তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা জারি করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তবে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর