ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজসহ রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশে অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, খসড়ার প্রস্তাবিত কাঠামোতে অনেক জটিলতা ও অসঙ্গতি রয়েছে, যা তাদের স্বাতন্ত্র্য, ঐতিহ্য এবং একাডেমিক উৎকর্ষতা রক্ষায় যথেষ্ট নয়। তারা মনে করছেন, সাত কলেজের শিক্ষার্থীদের স্বায়ত্তশাসন ও শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের, অক্সফোর্ড মডেলের মতো স্বাধীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আবশ্যক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, সাত কলেজের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা, নিজস্ব গভর্নিং বডি এবং সম্পদ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত আন্দোলনগুলো কখনো কখনো কয়েকজন ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায় এবং অতিউগ্রতা ও অশোভন আচরণ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করেছে। এতে সাধারণ ছাত্র, নারী শিক্ষার্থী এবং শিক্ষকরাও মানসিক হেনস্তার মুখোমুখি হয়েছেন।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী পিয়াস আহমেদ আলিফ উল্লেখ করেন, খসড়ায় ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা চালু করার প্রস্তাব শতবর্ষের নারী-অগ্রাধিকার নীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া ধর্মভিত্তিক বিষয়সমূহ, যেমন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজসহ একাধিক বিভাগ বাদ দেওয়াকে তারা ‘ধর্মবিদ্বেষী মনোভাব’ হিসেবে অভিহিত করেছেন। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষার্থীদের ভবিষ্যৎ, অ্যালামনাই পরিচয়, ক্যাম্পাস ও হল ব্যবহারের অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাংঘর্ষিক ফ্যাসিলিটি ব্যবহারের সমাধান খসড়ায় অন্তর্ভুক্ত হয়নি। তারা মনে করছেন, এতে দুই শতকের ইতিহাস ও ঐতিহ্য বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের মূল দাবিসমূহ তুলে ধরেন। প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাত কলেজের সকল শিক্ষক, ছাত্র, অ্যালামনাই ও কর্মচারীকে সরাসরি আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, প্রহসনমূলক ই-মেইলের মাধ্যমে নয়, খোলামেলা আলোচনার মাধ্যমে মতামত গ্রহণ করতে হবে। তৃতীয়ত, সময়োপযোগী ও টেকসই আইন প্রণয়নের জন্য একটি কমিশন গঠন করতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)