ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
দুর্গাপূজায় কোন প্রতিষ্ঠা কতদিনের ছুটি পাচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি–বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ (টিটি কলেজ)গুলো যেখানে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি হবে ১৪ দিন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকবে মোট ৯ দিনের ছুটি।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি ধরা হয়েছে। তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন।
এ ছাড়া, ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে বিদ্যালয়–কলেজের শিক্ষকরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১২ দিনের ছুটি থাকবে। এই সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার দিন নির্ধারণ করা যাবে না। কারণ, এ সময় একাধিক ধর্মীয় উৎসব একসঙ্গে পালিত হবে। এ বিষয়ে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি অফিস আদেশও জারি করা হয়েছে।
সরকারি কর্মচারীদের জন্য চার দিনের ছুটি
অন্যদিকে সরকারি চাকরিজীবীরাও উপভোগ করবেন টানা চার দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমীর জন্য নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর পরবর্তী দুই দিন ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় টানা চার দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের জন্য।
এদিকে, দুর্গাপূজা শুরুর আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়ার মধ্য দিয়ে। যদিও সেদিন সরকারি ছুটি নেই, তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)