ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
দুর্গাপূজায় কোন প্রতিষ্ঠা কতদিনের ছুটি পাচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি–বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ (টিটি কলেজ)গুলো যেখানে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি হবে ১৪ দিন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকবে মোট ৯ দিনের ছুটি।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দুদিন সাপ্তাহিক ছুটি ধরা হয়েছে। তবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটি পাচ্ছেন।
এ ছাড়া, ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে বিদ্যালয়–কলেজের শিক্ষকরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১২ দিনের ছুটি থাকবে। এই সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার দিন নির্ধারণ করা যাবে না। কারণ, এ সময় একাধিক ধর্মীয় উৎসব একসঙ্গে পালিত হবে। এ বিষয়ে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) একটি অফিস আদেশও জারি করা হয়েছে।
সরকারি কর্মচারীদের জন্য চার দিনের ছুটি
অন্যদিকে সরকারি চাকরিজীবীরাও উপভোগ করবেন টানা চার দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমীর জন্য নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর পরবর্তী দুই দিন ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় টানা চার দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের জন্য।
এদিকে, দুর্গাপূজা শুরুর আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়ার মধ্য দিয়ে। যদিও সেদিন সরকারি ছুটি নেই, তবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম