ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

যেকোনো সময় বাবা হতে পারেন সালমান খান

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১২:৩০:০৯

যেকোনো সময় বাবা হতে পারেন সালমান খান

বিনোদন ডেস্ক: বলিউডে এখনও অবিবাহিত ও আলোচিত চরিত্রের শীর্ষে আছেন সালমান খান। ৫৯ বছর বয়সেও নায়ক তার ব্যক্তিজীবন নিয়ে খোলাখুলিভাবে কথা বলছেন। সম্প্রতি এক টেলিভিশন শোতে উপস্থিত হয়ে প্রেম, বিচ্ছেদ এবং বাবা হওয়ার ইচ্ছার বিষয়ে তিনি নতুন তথ্য প্রকাশ করেছেন।

‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’ শোতে অতিথি হিসেবে সালমান জানিয়েছেন, তিনি বাবা হতে আগ্রহী, যদিও এখনও বিয়ে করেননি। এছাড়া, সম্পর্কের ইতি টানার পেছনের কারণও তিনি প্রকাশ করেছেন। নায়ক বলেন, ‘যখন সম্পর্কের দুজনের মধ্যে একজন অন্যজনের তুলনায় বেশি সফল হয়, তখন সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। একজন নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে।’

সালমান আরও বলেন, সম্পর্ক স্থায়ী না হলে তার দায় নিজেই নেবেন। ‘যদি কোনো সম্পর্ক স্থায়ী না হয়, এবং কাউকে দায় দিতে হয়, তবে সেটা আমাকে দিতে হবে।’

একই শোতে বাবা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এক থা টাইগার ছবির সময় মনে হয়েছিল, আমার যদি সন্তান থাকত। আমি চাই সন্তান নেব, এবং একদিন বাবা হবই। সময়টি কখন হবে সেটা নির্দিষ্ট নয়, দেখা যাক।’

উল্লেখ্য, ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফসহ বহু অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন থাকলেও কোনো সম্পর্ক স্থায়ী হয়নি।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত