ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
ঢাবি-বুয়েটসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয় কত?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর প্রতি ব্যয় খুবই বৈচিত্র্যময়। যেখানে কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উন্নত শিক্ষা ও সুবিধার জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করছে, সেখানে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যয় অত্যন্ত কম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ২০২৩ সালে এই তথ্য উঠে এসেছে।
বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশের সর্বোচ্চ শিক্ষার্থীপ্রতি ব্যয় করেছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থী প্রতি ব্যয় দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৫৩৬ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৪ লাখ ৬৫ হাজার টাকায়। তৃতীয় অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৩ লাখ ৮৪ হাজার টাকায়।
অন্যদিকে, শিক্ষার্থীপ্রতি সর্বনিম্ন ব্যয় করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, মাত্র ৭৯৫ টাকা ৫৫ পয়সা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৫৭টি কলেজের ৩৩ লাখ ৫৬ হাজার ৮৮ জন শিক্ষার্থীর জন্য পরিচালন খরচ মূলত নিজেদের আয়ের মাধ্যমে হয়। এর পরেই অবস্থান করছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী প্রতি ব্যয় ৩ হাজার ৮৬২ টাকা ৪২ পয়সা।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ২ লাখ ৫২ হাজার ২৪১ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ১২ হাজার ৩৪৩ টাকা, বুয়েটে ২ লাখ ৮৪ হাজার ১৩১ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৪২ হাজার ৬৩৯ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৬ হাজার টাকা, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ১৬ হাজার ১৮৪ টাকা, শাবিপ্রবিতে ১ লাখ ৬০ হাজার টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮ হাজার, হাবিপ্রবিতে এক লাখা ১৭ হাজার ৯৩১ টাকা, মাভাবিপ্রবিতে এক লাখ ৭৪ হাজার ২৯৮ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে ২ লাখ ৩ হাজার ৩৭০ টাকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ২২ হাজার, চুয়েটে ১ লাখ ৮০ হাজার টাকা, রুয়েটে ১ লাখ ১৪ হাজার, কুয়েটে ১ লাখ ১৮ হাজার ২০০ টাকা, ডুয়েটে ২ লাখ টাকা, নোবিপ্রবিতে ১ লাখ ১৩ হাজার ৫২৩ টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭৮ হাজার ৬২১ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮৫ হাজার ২৫৩ টাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭৩ হাজার ৭৯৪ টাকা, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের ৩ লাখ ১৩ হাজার ৫৩২ টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৫৬ হাজার ৩৪৪ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ২৩ হাজার ৫৭ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে ৮৪ হাজার টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৯২ হাজার ৫৮৪ টাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ১ লাখ ১২ হাজার ৫২৭ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৭ হাজার ৪৬৮ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ১ লাখ ১৯ হাজার, বরিশাল বিশ্ববিদ্যালয় ৪৭ হাজার ৩৪০ টাকা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৫ হাজার টাকা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১ লাখ ১০ হাজার ৯৮৯, ডিজিটাল ইউনিভার্সিটি ১ লাখ ৭৮ হাজার, শেখ হাসিনা ১ লাখ ৩৮ হাজার, খুলনা কৃষি ২ লাখ ৮৫ হাজার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ১ লাখ ৫২ হাজার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ লাখ ৪৩ হাজার, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ২ লাখ ১৪ হাজার ১৮৮ টাকা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১ লাখ ৫৮ হাজার টাকা শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় করেছে।
ইউজিসি জানাচ্ছে, শিক্ষার্থীপ্রতি ব্যয় বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বৃদ্ধি করা যেতে পারে। দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো