ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

নির্বাচন ঘিরে কয়েকশ কোটি টাকার বডি ক্যামেরা কেনার উদ্যোগ

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৪:১৭:৩৯

নির্বাচন ঘিরে কয়েকশ কোটি টাকার বডি ক্যামেরা কেনার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সময় পুলিশ বাহিনীকে সুরক্ষিত ও স্বচ্ছ ভোট ব্যবস্থাপনার জন্য ৪০ হাজার বডি ক্যামেরা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইউএনডিপির মাধ্যমে এই ক্যামেরাগুলো দ্রুত দেশে আনা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনের সময় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা প্রয়োজন। আমরা এই প্রস্তাব অনুমোদন করেছি। এখন দ্রুত এটি সংগ্রহ করতে হবে।”

ক্যামেরার আনুমানিক খরচ জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, “এটি কয়েকশ কোটি টাকায় হবে। নির্দিষ্ট সংখ্যা এখন বলা সম্ভব নয়। তবে আমরা এটি ইউএনডিপির মাধ্যমে আনি।”

তিনি আরও জানান, ইউএনডিপি ব্যবস্থার মাধ্যমে আনার কারণ হলো মান এবং দামের নিশ্চয়তা। “যদি সরাসরি টেন্ডার দিতাম, মান ও দামের বিষয় নিয়ে জটিলতা হতো। ইউএনডিপি মাধ্যমে আনলে আমরা কারো সঙ্গে আলাপ-আলোচনা না করেই মানসম্পন্ন পণ্য পেতে পারি।”

ড. সালেহউদ্দিন আরও নিশ্চিত করেন, “এই বডি ক্যামেরার ব্যয় বাংলাদেশ সরকারের তহবিল থেকে দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় এই ব্যবস্থা করবে। এটি নির্বাচন খাতের বাজেট থেকে মেটানো হবে। পুলিশকে সরাসরি ক্যামেরা দেওয়া হবে, নির্বাচন কমিশনকে নয়।”

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত