ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

রাবিতে শিক্ষক হামলার প্রতিবাদে রবিবার কর্মবিরতি

২০২৫ সেপ্টেম্বর ২০ ২৩:৩৪:০৬

রাবিতে শিক্ষক হামলার প্রতিবাদে রবিবার কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন চলছে।

গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনের এক পর্যায়ে উপ-উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয় এবং উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়।

আন্দোলনের সূত্রপাত হয় বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় পোষ্য কোটা পুনর্বহালের ঘোষণার মাধ্যমে। এরপরই শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন, যা পরে আরও আটজন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রসারিত হয়। অসুস্থ হয়ে পড়া দুইজন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে স্যালাইন নিচ্ছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা দেন। বাসভবনে ঢুকতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনের দিকে আসলে শিক্ষার্থীরা তাদের পিছু নেন। জুবেরী ভবনের বারান্দায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করেন এবং পরে তিনি ভবনের দ্বিতীয় তলায় চলে গেলে সেখানেই তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদারসহ আরও কয়েকজন শিক্ষককেও অবরুদ্ধ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯টা) প্রায় ৫ ঘণ্টা ধরে তারা জুবেরী ভবনে অবরুদ্ধ রয়েছেন।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই কর্মসূচির আওতায় থাকবেন বলেও জানান অধ্যাপক আব্দুল আলিম।

এদিকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। অনশনরত শিক্ষার্থীরা ভিসির অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেন। ছাত্রশিবির, ছাত্রদলসহ বাম সংগঠনের নেতাকর্মীরা এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ধাক্কাধাক্কির সময় তার হাতের ঘড়ি ও ১০ হাজার টাকা খোয়া গেছে, যা তিনি অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন।

উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তার নিজ বাসভবনে শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত