ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, প্রো-ভিসির বাসভবনে তালা

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৯:৩৬:১০

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি, প্রো-ভিসির বাসভবনে তালা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, যেখানে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখেন।

জানা যায়, বিকেল ৪টার দিকে সহ-উপাচার্য ও প্রক্টর জুবেরী ভবনে ঢুকতে চাইলে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ শিক্ষার্থীরা তাদের সামনে দু-হাত প্রসারিত করে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। এরপর সহ-উপাচার্যসহ কর্মকর্তারা জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে আশ্রয় নিলে শিক্ষার্থীরা সিঁড়ি ও বারান্দায় অবস্থান নিয়ে তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে, বিকেল ৩টার দিকে প্রশাসন ভবন থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা সহ-উপাচার্যের গাড়ি আটকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা গাড়ির ইঞ্জিনের ওপর প্রতীকী 'ভিক্ষা' হিসেবে খুচরা টাকা ছুঁড়ে দেন। প্রায় ২০ মিনিট তাকে গাড়িতে আটকে রাখার পর শিক্ষার্থীরা গাড়ির চাবি কেড়ে নিলে সহ-উপাচার্য হেঁটে তার বাসভবনের দিকে যান। শিক্ষার্থীরা তার পিছু নিয়ে বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন, ফলে সহ-উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানেই আটকা পড়েন।

এই ঘটনার সময় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান শিক্ষার্থীদের 'নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়ে এমন করা উচিত নয়' বলে মন্তব্য করলে তার সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। পরে তারা জুবেরী ভবনের দিকে অগ্রসর হলে শিক্ষার্থীরাও তাদের পিছু নেন এবং জুবেরী ভবনে প্রবেশে বাধা দিতে গিয়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

অবরুদ্ধ অবস্থায় সহ-উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীন সাংবাদিকদের বলেন, "আমাকে যতই ভাত না খেয়ে রাখুক, যতই বাসায় ঢুকতে না দিক, আমি একক কোনো সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। সমাধান বডিতে বসে দেওয়া লাগবে। আমি কেন অবরুদ্ধ হলাম, সেটা আমার জানা নাই।"

অন্যদিকে, সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফেসবুকে লিখেছেন, "জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো। রাবি প্রশাসন গায়ে হাত তুললো, গলা চেপে ধরলো। কোনো অভিযোগ দেবো না, তদন্ত কমিটিও গঠন করবো না। শুধু পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করবে।" তিনি জুবেরী ভবনে আরও বলেন, "সবাইকে ডাকেন। আরও একটি বিপ্লব এই ক্যাম্পাসে হোক। পোষ্য কোটাকে নামে-বেনামে এই ক্যাম্পাসে থাকতে দেবো না।" প্রক্টর জানান, শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন এবং জুবেরী ভবনে প্রবেশের সময় ধাক্কাধাক্কি হয়েছে, তবে কে শুরু করেছে তা তিনি জানেন না।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত