ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
আবরারকে হত্যা করেছিল শিবির: বিএনপি নেত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রশিবির গোপনে ‘হেলমেট বাহিনী’ তৈরি করে নানা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তার দাবি, ওই বাহিনী পরিচয় গোপন রেখে ছাত্রলীগের নামে সক্রিয় থাকলেও আসলে তারা শিবিরের সদস্য ছিল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব অভিযোগ করেন তিনি।
নিলুফার মনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অনেকে বলেছিলেন এটি এনজিওধর্মী সরকার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নিয়েছে “আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকারে”। তার মতে, এই সরকারের চারপাশে জামায়াত ঘিরে রেখেছে এবং প্রভাব বিস্তার করছে।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের তৎপরতা আসলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যা হেলমেট বাহিনীর মতোই কাজ করেছে। “আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম, কিন্তু বাস্তবে ওরা ছাত্রলীগ নয়, শিবিরের লোকজন ছিল যারা নিজেদের গোপন রেখেই এসব কার্যক্রম চালাতো,” মন্তব্য করেন তিনি।
আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ টেনে নিলুফার মনি বলেন, “আবরারকে যারা হত্যা করেছিল, তাদের আসামিদের উকিল হয়েছেন শিশির মনি। এটা কি সাধারণ বিষয়? বুঝাই যাচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে ওই হেলমেট বাহিনী তথা শিবির সংশ্লিষ্ট ছিল।”
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্টও ওই রায় বহাল রাখে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক