ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে নতুন শর্ত

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৮:১০:৩০

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে নতুন শর্ত

নিজস্ব প্রতিবেদক: এবার থেকে বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে শুধু সরকারি চাকরিজীবীই মনোনীত হতে পারবেন। নবম গ্রেড বা তার উপরের চাকরিতে কর্মরত সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই দায়িত্ব নিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

এর আগে, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ১৮ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়। এরপর প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় অ্যাডহক কমিটি। এবার ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়ে নিয়মিত কমিটি কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রবিধানমালা অনুযায়ী, সভাপতি পদে যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে। নবম গ্রেডের নিচের সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি পদে মনোনীত হতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন, “বিদ্যমান নিয়মে একটি সংশোধন আনা হয়েছে। শুধু সভাপতি পদটি নিয়েই পরিবর্তন করা হয়েছে। অন্য পদগুলো আগের মতোই থাকছে। সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ পলিসি লেভেল থেকে নিশ্চিত করা হয়েছে।”

শিক্ষক ও অভিভাবকরা বলছেন, নিয়মিত কমিটি গঠনের ফলে স্কুল ও কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও দায়বদ্ধ হবে। এছাড়া সভাপতি পদে অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের মনোনয়ন দেওয়ায় প্রতিষ্ঠানগুলোর নীতি-নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত