ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালকের পদত্যাগ

২০২৫ সেপ্টেম্বর ১৭ ০৮:৫৮:৫৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের দীর্ঘদিনের কর্মকর্তা এবং সাবেক মুখপাত্র মো. মেজবাউল হক তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রায় তিন দশকের কর্মজীবন শেষে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার পদত্যাগপত্র গৃহীত হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক রদবদলের ধারাবাহিকতায় এবারই প্রথম নিয়মিত কর্মকর্তা পদ ছাড়লেন। এর আগে গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টাসহ বেশ কয়েকজন চুক্তিভিত্তিক কর্মকর্তা পদত্যাগ করেছিলেন।

মেজবাউল হক কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগ—পেমেন্ট সিস্টেম, আইটি ও অফসাইট সুপারভিশনে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ডিসেম্বরে তিনি নির্বাহী পরিচালক ও মুখপাত্র পদে নিয়োগ পান। তবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে।

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, ঘটনার পর বিদেশি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আইটি রুমে প্রবেশের অনুমতি দিয়েছিলেন তিনি। এ কারণে তদন্তের স্বচ্ছতা নিয়ে বিতর্ক তৈরি হয়।

তৎকালীন সরকারের ঘনিষ্ঠ মহলে তার প্রভাব ছিল বলেও ব্যাংক সংশ্লিষ্টরা মনে করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবেও তাকে চিহ্নিত করা হতো। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি বদলে যায় এবং তাকে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজশাহীতে বদলি করা হয়।

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন মেজবাউল হক। দীর্ঘ কর্মজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত