ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

যমুনা অভিমুখে শিক্ষকদের যাত্রা, পুলিশের বাধায় ব্যর্থ

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৮:০৮:২৩

যমুনা অভিমুখে শিক্ষকদের যাত্রা, পুলিশের বাধায় ব্যর্থ

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয়করণের দাবিতে প্রেসক্লাব থেকে যমুনার দিকে যাত্রা শুরু করেন। তবে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের থামিয়ে দেয়।

প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে যাত্রা শুরু করলেও, পুলিশের বাধার কারণে শিক্ষকরা সামনে এগোতে পারলেন না। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলকামান ব্যবহার করে এবং একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই ঘটনার সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি দেখা যায়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষকরা চারপাশে ছড়িয়ে পড়ে।

এর আগে শিক্ষকরা বিভিন্ন দাবির সঙ্গে ঢাকা শহরে জড়ো হয়েছেন। সর্বশেষ সোমবার দুপুরের পর তারা জাতীয় প্রেসক্লাবের সামনে একত্রিত হন। উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করা। কিন্তু প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করলেও, হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের আটকায়।

শাহবাগ থানার ওসি খালেদ মনসুর ঢাকা মেইলকে বলেন, শিক্ষকরা প্রেসক্লাব থেকে যমুনার অভিমুখে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের বাধার কারণে তারা তা সম্পন্ন করতে পারেননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত