ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ-চীনের বিনিয়োগ-বাণিজ্য বৃদ্ধিতে দুই দিনব্যাপী মেলা

২০২৫ সেপ্টেম্বর ১২ ২১:৪৮:২১

বাংলাদেশ-চীনের বিনিয়োগ-বাণিজ্য বৃদ্ধিতে দুই দিনব্যাপী মেলা

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫’ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সভাপতি হান কুন।

উদ্বোধনীতে বক্তৃতা দিতে গিয়ে শেখ বশিরউদ্দীন দেশের সড়ক নিরাপত্তার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার আকার নিয়েছে এবং নিম্নমানের বাণিজ্যিক যানবাহনের কারণে সাধারণ মানুষ চরম ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, যদি চীনা কোম্পানিগুলো বাংলাদেশে মানসম্পন্ন যানবাহন উৎপাদনে অংশ নেয়, তাহলে সড়ক পরিবহন খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশের অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে দ্রুত এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে।

বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশ চীন থেকে ২২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, অথচ রপ্তানি তুলনামূলকভাবে অনেক কম। রপ্তানি বৈচিত্র্য বৃদ্ধির জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ যা বিআরআই উদ্যোগে সক্রিয় সাড়া দিয়েছে। তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশে চীনা বিনিয়োগ ২৫৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। চীন বাণিজ্য ও বিনিয়োগে আরও সহযোগিতার জন্য প্রস্তুত।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের আহ্বান জানান। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

এবারের প্রদর্শনিতে ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে ৩২টি চীনের প্রতিষ্ঠান। এতে অবকাঠামো, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, লজিস্টিকস ও উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এছাড়াও অনুষ্ঠিত হচ্ছে উচ্চপর্যায়ের বিটুবি ও জিটুবি মিটিং, সেমিনার ও বিনিয়োগ বিষয়ক সেশন। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত