ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
ছাত্র সংসদ নির্বাচনে অনিশ্চয়তার ছায়া: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। গতকালকের জাকসু নির্বাচনে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এমনকি অনেক শিক্ষকও নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারের ইচ্ছেমতো নির্বাচন পরিচালনার কারণে সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে না। ফলে শিক্ষার্থীরা প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছেন।
বিএনপির এই নেতা মনে করেন, গণতান্ত্রিক চর্চার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমান পরিস্থিতি ছাত্র রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
ডা. জাহিদ হোসেনের মতে, শিক্ষার্থীদের মধ্যে সঠিক এবং স্বচ্ছ প্রতিযোগিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে দেশের শিক্ষাগত পরিবেশ ও রাজনীতিতেও প্রভাব পড়তে পারে। তিনি বলেন, “শিক্ষার্থীরা যদি নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাস না রাখে, তাহলে এটি দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।”
উল্লেখ্য, গতকাল (১১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু নির্বাচনে নানা প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছিলেন, তবে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী এবং শিক্ষকেরা নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে গেছেন। এটি নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ডা. জাহিদ হোসেনের বক্তব্য অনুসারে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সচেতনতার উপর দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান