ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

হঠাৎ ইসিতে ৬১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৯:২০:১২

হঠাৎ ইসিতে ৬১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করতে নির্বাচন কমিশন (ইসি) একযোগে সচিবালয় ও মাঠ পর্যায়ের ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আফিস আদেশে বলা হয়েছে, সচিবালয় ও মাঠ পর্যায়ের ৪৯ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদায়ন ও বদলি করা হয়েছে। অন্য দুটি আলাদা আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে থাকা ১২ জনকে বদলি করা হয়েছে। ফলে মোট ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বদলির আওতায় পড়েছেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে হবে। যদি কেউ সময়মতো অবমুক্ত না হন, তবে তাদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে তাৎক্ষণিকভাবে অবমুক্ত ধরা হবে।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগে আরও কর্মকর্তা বদল হতে পারে, বিশেষ করে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ক্ষেত্রেও।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত