ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
ক্যাবের নতুন সভাপতি নির্বাচিত হলেন এ এইচ এম সফিকুজ্জামান
.jpg)
নিজস্ব প্রতিবেদক: কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ এইচ এম সফিকুজ্জামান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। এই তথ্য সংবাদ মাধ্যমে জানান ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফিকুজ্জামান ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি মাঠ প্রশাসন থেকে শুরু করে একাধিক মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি ব্যাপকভাবে সমাদৃত। বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন।
সভায় নির্বাহী পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ভোক্তা অধিকার আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে ক্যাবের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। ক্যাবের পক্ষ থেকে নতুন সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার