ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আজ থেকে এশিয়া কাপের আসর শুরু

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৭:০৭:১৯

আজ থেকে এশিয়া কাপের আসর শুরু

আজ থেকে মরুর দেশে শুরু হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে অংশ নিচ্ছে মোট আটটি দল। টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর উত্তেজনা।

আবুধাবিতে আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠলেও, সমর্থকদের চোখ এখন ভারত-পাকিস্তান মহারণে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের এই লড়াই। রাজনৈতিক টানাপোড়েন মাঠের ক্রিকেটে এক ভিন্ন রূপ নেয়, আর বিপুলসংখ্যক ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীর উপস্থিতিতে দুবাই স্টেডিয়াম হয়ে উঠবে যেন এক উন্মাদনার সমুদ্র। এমনকি এবারের ফরম্যাটে দর্শকদের জন্য ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ থাকছে সম্ভাব্য তিনবার।

বাংলাদেশের জন্য এটি ১৫তম এশিয়া কাপ অংশগ্রহণ। ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে এটি টুর্নামেন্টের ১৭তম আসর। তিনবার রানার্সআপ হওয়া টাইগাররা এবারও ফাইনালের মঞ্চে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিটন দাস ও তাসকিন আহমেদদের যাত্রা। এরপর গ্রুপ পর্বে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ১৩ সেপ্টেম্বর, আর ১৬ সেপ্টেম্বর প্রতিপক্ষ আফগানিস্তান।

এবারের আসরে প্রাইজমানিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিজয়ী দল পাবে তিন লাখ মার্কিন ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় দেড়গুণ বেশি। সেই সঙ্গে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি সব দলের জন্যই বড় ধরনের প্রস্তুতি যাচাইয়ের মঞ্চ হিসেবে কাজ করবে।

ফরম্যাট অনুযায়ী, আটটি দল দুটি গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার ফোরে। সেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে সেরা দুটি দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত