ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

এনআইডি হারানো বা নষ্ট: দুর্ভোগ কমাতে বড় পরিবর্তন

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৬:৩৫:৪৩

এনআইডি হারানো বা নষ্ট: দুর্ভোগ কমাতে বড় পরিবর্তন

এখন থেকে হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনরায় সংগ্রহ করতে আর কোনো সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিক ভোগান্তি কমানো এবং সেবা প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে দীর্ঘদিনের এই নিয়মটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে সাধারণ ডায়েরি দাখিলের বিধান বাতিল করা হলো।

এর ফলে আগের মতো থানায় গিয়ে জিডি করার ঝামেলা আর পোহাতে হবে না নাগরিকদের। আগে এনআইডি হারানো বা ক্ষতিগ্রস্ত হলে প্রথমে থানায় গিয়ে জিডি করতে হতো, তারপর সেই জিডির কপি নিয়ে নতুন এনআইডির জন্য আবেদন করা যেত। এতে সময়, অর্থ ও ভোগান্তি সবই বাড়ত। নতুন সিদ্ধান্তে পুরো প্রক্রিয়াটি সহজ ও দ্রুত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে এবং অযথা হয়রানি বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনআইডি হারানো বা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন সরাসরি নির্ধারিত প্রক্রিয়ায় নতুন কার্ডের জন্য আবেদন করা যাবে।

প্রজ্ঞাপন জারির পর থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত