ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ডিএসসিসিতে ৫ কোটি টাকা আত্মসাত, প্রাথমিক সত্যতা পেল দুদক

২০২৫ সেপ্টেম্বর ০৮ ০০:১১:৪৪

ডিএসসিসিতে ৫ কোটি টাকা আত্মসাত, প্রাথমিক সত্যতা পেল দুদক

বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে মে–জুন মিলিয়ে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকলেও, ওই সময়ে জ্বালানি খাতে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ হয়েছে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এনফোর্সমেন্ট টিম ডিএসসিসি কার্যালয়ে অভিযান চালায়।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, কর্মকর্তাদের জন্য বরাদ্দ গাড়ির জ্বালানি খরচে ভুয়া বিল দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুয়েল কুপন, গাড়ির লগবুক, বিল–ভাউচারসহ পরিবহন সংশ্লিষ্ট সব রেকর্ড সংগ্রহ করা হয়। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, সব রেকর্ড বিস্তারিতভাবে বিশ্লেষণ শেষে এনফোর্সমেন্ট টিম আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৪০ দিন বিএনপি ও সিটি কর্পোরেশনের কিছু কর্মচারীর আন্দোলনে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ ছিল। অথচ মে–জুন মাসে তেলের খরচ দেখানো হয়েছে স্বাভাবিক সময়ের মতোই। এতে স্পষ্ট হয়েছে কার্যক্রম বন্ধ থাকলেও কাগজে–কলমে জ্বালানি খরচ দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি সরাসরি দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়।

বর্তমানে ডিএসসিসিতে ৯১টি গাড়ি কর্মকর্তাদের ব্যবহারে, ১০১টি মোটরসাইকেল এবং বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে ৪১৮টি গাড়ি রয়েছে। সব মিলিয়ে মোট ৬১০টি যানবাহনের পেছনে প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকা জ্বালানি খরচ হয়, যা বছরে দাঁড়ায় ৬০ কোটির বেশি। তবে এসব খরচের একটি বড় অংশ বাস্তবে নয়, বরং কাগজে–কলমে দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত